র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়াকে সাথে নিয়ে অদ্য ২৫ জুন ২০২৩ ইং তারিখ রাত ০৮:৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গোপালপুর গ্রামে একটি অনুমোদনবিহীন মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদন বিহীন বালাইনাশক মোড়কজাত ও বিক্রয়ের তৈরি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে। উক্ত অভিযানে বিআরপি এগ্রো কোং নামের একটি প্রতিষ্ঠান হতে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদন বিহীন বালাইনাশক মোড়কজাত ও বিক্রয়ের এসকল ক্ষতিকর উপকরণ হেফাজতে নেওয়া হয়। বিআরপি এগ্রো কোং এর মালিক মোঃ পিয়ারুল ইসলাম(৪০), পিতা-মোঃ জিনাত মোল্লা, সাং-গোপালপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ এবং ৪৫ ধারায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়, যার মামলা নং-১৪৮/২০২৩, তারিখঃ ২৫ জুন ২০২৩। পরবর্তীতে অনুমোদনবিহীন মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদন বিহীন বালাইনাশক মোড়কজাত ও বিক্রয়ের এসকল ক্ষতিকর উপকরণ সমূহ ধ্বংস করা হয়। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান সচল রাখতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।