কুষ্টিয়া প্রতিনিধি: দৈনিক যায়যায়দিনের কুষ্টিয়া সদর প্রতিনিধি সনি আজিম গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাব। রোববার (২৫ জুন) রাতে কুষ্টিয়া শহরের এনএস রোড়স্থ জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সনি আজিম দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মফস্বল সাংবাদিকতার জগতে অক্লান্ত পরিশ্রম করে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নতুন টাইমসের সম্পাদক। কাজ করেন দেশের শীর্ষ দৈনিক যায়যায়দিনের কুষ্টিয়া সদর প্রতিনিধি হিসেবেও।
সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সনি আজিম অনুসন্ধানী প্রতিবেদনসহ সাহসী, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এরমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। গ্লোবাল টেলিভিশনে কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলা বলেন,জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সনি আজিম গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। কাউকে সামাজিক স্বীকৃতি দিলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এ রকম স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে অনুপ্রেরণা জোগায়।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি ও অর্থনীতির কাগজের জেলা প্রতিনিধি সালমান শাহেদ, সহ-সভাপতি ও রবিবার্তার নির্বাহী সম্পাদক মাহাফুজ আহমেদ তৌহিদ ও জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক লালনভূমি পত্রিকার সম্পাদক রফিকুল ইসলামসহ জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। এসময় সনি আজিমকে সংবর্ধনা ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফ আলী, জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক খন্দকার বিদ্যুৎ, অর্থ সম্পাদক ও কুষ্টিয়ার খবরের স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান আরিফ, জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আমিন হাসান, জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দি টিচারের ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল ইসলাম, দীপ্ত টিভি
ক্যামেরাপারসন দীপক শিকদার, নির্বাহী সদস্য ও দৈনিক দেশের পত্রিকার বার্তা সম্পাদক সজীব কুমার নন্দী, নির্বাহী সদস্য রিয়াদুল সালেহীন, নতুন টাইমসের বার্তা সম্পাদক প্রত্যয় দাস, অমিত কুমার প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।