২৪ শে জুন, ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় থানাপাড়া ঈদগাহ কমিটি, কুষ্টিয়ার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আজগর আলীর থানাপাড়াস্থ বাসভবনে। সভায় সভাপতির অনুমতিক্রমে কমিটির বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক জনাব আয়ুব হোসেনের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে এ বছর ঈদ-উল-আযহা এর দুটি জামাতের সিদ্ধান্ত গৃহীত হয়।
১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ ঘটিকায় এবং ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ ঘটিকায়। থানাপাড়া ঈদগাহ এর নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এই সংবাদ প্রতিবেদনের মাধ্যমে থানাপাড়াসহ কুষ্টিয়ার সকল পৌরসভা ও উপজেলার নাগরিকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ ময়দান নতুনভাবে সাজানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে ত্যাগের মহিমায়, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে মুসলিম জাহানের অন্যতম প্রধান আনন্দ উৎসব ঈদ-উল আযহা এর জামাত সুশৃঙ্খল ভাবে যথাসময়ে অনুষ্ঠিত হবে।
থানাপাড়া ঈদগাহ, কুষ্টিয়ার কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য, তরুণ আইনজীবী ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সংগঠক এবং সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল সংবাদ সংগ্রহের সময় এ প্রতিবেদক কে জানান, “পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে পশু কোরবানির বিষয়টি বিবেচনা রেখে সময়টি নির্ধারণ করেছেন থানাপাড়া ঈদগাহ কমিটির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। এলাকাবাসীর প্রতি অনুরোধ পরিবেশ দূষণ রোধে পশু কোরবানির পর সঠিকভাবে রক্ত, বজ্র নিষ্কাশনের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করবেন”।
উল্লেখ্য যে, ১৯৮৪ সাল থেকে নিয়মিতভাবে ২ নং ওয়ার্ড এলাকায় গড়াই নদীর থানাপাড়া বাধ সংলগ্ন মাঠটিতে প্রতি বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় সহস্রাধিক মুসল্লীগণ প্রাকৃতিক আবহাওয়া জনিত কারণ ছাড়া প্রতিষ্ঠারলগ্ন থেকে এ পর্যন্ত ময়দানে ঈদ জামাতে অংশগ্রহণ করেন।