নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ১৬ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১১ টায় শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম জি মোস্তফা। এসময় প্রধান শিক্ষক আলহাজ্ব শাফিউল ইসলামসহ অন্যান্য সহকারী শিক্ষক -শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এই স্কুল ব্যাগ দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া কর্তৃক বরাদ্দকৃত। ব্যাগ প্রাপ্ত শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।