২০ জুন কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, দোকান মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সনি আজিমকে সম্বর্ধনা জানান কুষ্টিয়া এন,এস,রোড দোকান মালিক সমিতি। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া এন , এস রোড দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি, আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মকবুল হোসেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোকসুদুল হক কল্লোল। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা পেশা মহান পেশা। সাংবাদিক জাতির দর্পণ এবং সমাজের আয়না । উপস্থিত সকলে সাংবাদিক সনি আজিমের সফলতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এন এস রোড দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান নান্টু, সহ সাংগঠনিক সম্পাদক দীপু মোল্লা, কোষাধক্ষ হাসান আলী, প্রচার সম্পাদক আব্দুল আলিম, সহ প্রচার সম্পাদক, আমজাদ হোসেন, তথ্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান মিলন, নির্বাহী সদস্য সাইজি আমান ফেরদৌস ঋতু, মুদি বাজার সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, উপদেষ্টা কামরুল হক বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবের আল আসাদ রেমন, মোহাম্মদ আতি, স্বদেশ, আমিনুল ইসলাম চঞ্চলসহ আরো অনেকেই।

Previous articleকুষ্টিয়া আদ্ দ্বীন হাসপাতালে ভূল  অপারেশনে রোগীর মৃত্যু 
Next articleদৌলতপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুক আটক