সাইফুল ইসলামঃ কুষ্টিয়ায় যৌতুক নির্যাতনে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস ব্রিফিংএ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার মো: আব্দুল জব্বার (৫৮)। দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা বাগু মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ জুলাই রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া বাজারপাড়া গ্রামে অভিযুক্ত জব্বার নিজ বাড়িতে স্ত্রী ছাপাতন নেছা(৪০) কে যৌতুক দাবিতে নির্যাতন করার সময় শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পারশস্ত বাঁশ বাগানে লাশ ফেলে রাখে। এঘটনায় নিহতের ভাই বাদি হয়ে দৌলতপুর থানার করা হত্যা মামলাটির বিচার শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় ২০২২ সালের ২১ এপ্রিল কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন (আমৃত্যু ঞরষষ ফবধঃয) সশ্রম কারাদন্ড এবং ২৫,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন।

রায়ের পর থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে মেহেরপুর গাংনী উপজেলার রামনগর এলাকা হতে পলাতক আসামি মোঃ আঃ জব্বার@ প ত আলী (৬৪), পিতা- মৃত বাগু মন্ডল, সাং- আদাবাড়িয়া বাজারপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে বুবধার দুপুরে গ্রেফতার মো: আব্দুল জব্বার (৫৮) কে আদালতে সৌপর্দ করা হয়েছে।

Previous articleদৌলতপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুক আটক
Next articleবিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ