মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া : কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কুরিয়ার সার্ভিস যোগে আসা মোবাইল সার্ভিসিংয়ের হিটার মেশিনের ভিতর থেকে ১ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল ১১ টার সময় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসা একটি পার্সেল থেকে এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷

পুলিশ সুত্রে জানা যায়, কক্সবাজার জেলার চকড়িয়া থানা এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট আসছে এমন গোপ্ন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত জহুরুল ইসলামের নেতৃত্বে এসআই সাজু মোহন সাহা,এএসআই শাহীন আলম,এএসআই আসাদুল ইসলাম,কন্সট্রেবল সফিকুল ইসলাম,কন্সট্রেবল খাইরুল, কন্সট্রেবল মুনসাদ সহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে ১ হাজার ৮২০ পিস  ইয়াবা ট্যাবলেট পার্সেল থেকে উদ্ধার করে।

এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত জহুরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং এর মূল আসামীকে গ্রেফতারের জন্য অভিযান এখনো চলমান রয়েছে।

Previous articleকুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ৩ জন সদস্য গ্রেফতার
Next articleখোকসায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: হয়নি লিখিত অভিযোগ