আছানুল হক কুষ্টিয়া দৌলতপুরঃ কুষ্টিয়া দৌলতপুরে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে গুলি করে ও কুপিয়ে দুই জনকে হত্যার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নিহত বজলু মালিথার স্ত্রী নাজমা বলেন, বুধবার বিকাল ৩ টার পরে উজ্জল সরদারের নেতৃত্ব, উজ্জল সরদার, জালাল সরদার,ছোট মান্নান সরদার আমার বাড়ির সামনে এসে আমার স্বামী বজলুকে বাড়ির ভিতর থেকে ধরে এনে গুলি করে। তাদের তিন জনের হাতে পিস্তল ছিল। এছাড়াও অনেক মানুষ ছিলো। তারা এক যোগে হঠাৎ হামলা চালায়।

নিহত শরিফুল মালিথার চাচাতো ভাই সেলিম মালিকা বলেন, শরিফুল ভাই ওদের আক্রমণে থেকে বাচতে বাড়ির ভিতরে পালিয়ে আসেন । ঘরের ভিতর ঢুকে উজ্জল বাহিনীর লোকজন হামলা চালিয়ে হত্যা করেন।

এ বিষয়ে মরিচা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রদীপ বলেন, গত কাল মঙ্গলবার বিকালে শ্যামলের পাট খেতে ফোরিদের গরু গিয়ে পাট খায়। পরে স্থানীয় ভাবে বসার কথা ছিল হঠাৎ শুনছি উজ্জ্বল সরদারের নেতৃত্বে হামলা চালিয়ে দুই জনকে হত্যা করেছে। উজ্জল সরদার বি এন পি’র ক্যাড়ার ছিল। বর্তমান এম পির ছত্রছায়ায় সে আবার সক্রিয় হয়ে উঠেছে। এই হত্যা কান্ডের বিচার চাই।

এ বিষয় উজ্জ্বল সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও কুষ্টিয়া র‍্যাব ১২ ঘটনা স্থান পরিদর্শন করেন ও নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান

Previous articleকুষ্টিয়ায় সাংবাদিকের ফেসবুক একাউন্ট কপি করে হাতিয়ে নিয়েছেন নগদে টাকা
Next articleকুষ্টিয়ায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত