আছানুল হক কুষ্টিয়া দৌলতপুরঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নে উপ- নির্বাচনে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, ঘুড়ি প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতিক নিয়ে বকুল আহমেদ বিপুল,মোরগ প্রতীক নিয়ে শামিম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান, তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা।

৯৯৮ ভোট পেয়ে শামিম হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন ঘুড়ি প্রতীকে ৬২৮ ভোট পেয়েছেন।

এ বিষয়ে নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবক কর্মকর্তা তৌফিকুর রহমান সাংবাদিক দের নির্বাচন সম্পর্কিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে নির্বাচন পরিদর্শনে আসা দৌলতপুর ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষ হয়েছে। এ সময় তিনি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষ করতে এলাকাবাসীর অনেক সহযোগিতায় করেছে বলে জানান।

Previous articleনিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ভোট কেন্দ্র বললেন অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ
Next articleদৌলতপুরে হাজারও নেতা কর্মী নিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল