কাকন সরকার (শেরপুর জেল প্রতিনিধি): শেরপুর জেলা সদর সাব- রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক, নকল নবিশ ও স্ট্যাম্প ভেন্ডারদের সমন্বিত নব গঠিত সমিতির পরিচিত উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৮ মে বৃহস্প্রতিবার বিকেলে জেলা সদর সাব- রেজিষ্ট্রার কার্যালয়স্থ সমিতির অফিসে দলিল লেখক আসাদুজ্জামান দুলাল এ সংবাদ সম্মেলনে ৩৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন।

নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন যথাক্রমে আসাদুজ্জামান কামাল এবং একেএম হাফিজুর রহমান সুজন।

এসময় তারা জানায় ইতিপূর্বে সমিতির নেতারা সাব -রেজিষ্ট্রার অফিসে আগত সাধারণ মানুষকে নানা হয়রানী করতেন এবং অফিসের নানা কাজে চাঁদাবাজি করতেন। সেই চাঁদাবাজি বন্ধে কাজ করে যাবেন নতুন কমিটি।

এসময় প্রায় শতাদিক দলিল লেখক, নকল নবিশ ও স্ট্যাম্প ভেন্ডার উপস্থিত ছিলেন।

Previous articleঠিকাদার জানেন না, ভবন নির্মাণকাজ করলেন সভাপতি!
Next articleকুষ্টিয়া শিল্পকলায় কালচারাল হেরিটেজ কুষ্টিয়ার কুমারখালি শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত