মোঃ রবিউল ইসলাম হৃদয়,কুষ্টিয়া : কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ সাঈদ শেখ (৩০) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বুধবার (০৭ জুন)  দুপুর সাড়ে ১২ টার দিকে

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত সাঈদ কুষ্টিয়া চৌড়হাস ক্যানালপাড়া এলাকার রিয়াজ শেখের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, বাংলা মদ কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া সদর থানাধীন হাউজিং বাজার এলাকায় একটি মাদক বিরোধী অভিযান করে  ৩০ লিটার চোলাই মদ যাহার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা সহ মাদক ব্যবসায়ী সাঈদকে গ্রেফতার করে।

পরবর্তীতে  আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করেছে র‍্যাব।

Previous articleকুষ্টিয়ায় খাবার হোটেল ব্যবসার আড়ালে দেহ ব্যবসা,  আটক ৪
Next articleদৌলতপুরে কাফনের কাপড় পেলেন তিন মেম্বার প্রার্থী