সাইফুল ইসলামঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃতি সন্তান, দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী সদস্য মো: হুমায়ুন কবীর (পল্টু) বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কমান্ডার (মেজর সমমর্যাদা) পদে পদোন্নতি লাভ করেন।
বৃহস্পতিবার (১ জুন/২৩) চট্টগ্রামের বিএনএস ঈসা খা ঘাঁটির  কমচিট অফিসে লেফটেন্যান্ট কমান্ডারের ব্যাজ পরিয়ে দেন চট্রগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার এ্যাডমিরাল মামুন চৌধুরী। উল্লেখ্য যে, মোঃ হুমায়ূন কবীর ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনী তে কমিশনপ্রাপ্ত লাভ করেন । তিনি দৌলতপুর উপজেলার স্বনামধন্য “ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়” এর সাবেক প্রধান শিক্ষক ও সাবেক কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত মো: নাসির উদ্দিন মাস্টারের মেজো ছেলে। তিনি ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে প্রথম শ্রেণীতে এইচএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে দ্বিতীয় শ্রেণীতে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

তিনি বর্তমানে নৌ বাহিনীর একটি জাহাজের কমান্ডিং অফিসার (সিও)’র দায়িত্বে নিয়োজিত আছেন । তিনি সকলের দোয়া প্রার্থী।

Previous articleদৌলতপুরে আড়ীয়া ইউনিয়নের পুরাতন ভবনকে ঘিরে গড়ে উঠেছে মাদকের হাট ” অভিযোগ এলাকাবাসীর
Next articleকুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে কেরাম বোর্ডে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার