কাকন সরকার ( শেরপুর): “তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে শেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩১ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুম রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এতে বক্তব্য রাখেন , জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য , অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল পিপিএম ( প্রশাসন ও অর্থ) , জেলা তথ্য অফিসার তাসলিমা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রৌশন , বিটিভির জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আল মাসুদ প্রমুখ।
এসময় সরকারি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশের কর্মকর্তা , স্কুলের শিক্ষার্থীরা, ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।