উওম কুমার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার ৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১মে)৫নং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান সোহরাব এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৫নং রহনপুর ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মুরশালিন ।

৫নং রহনপুর ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বিভিন্ন খাতের উপর মোট আয় ধরা হয় ২ কোটি ২ লাখ ৯৬ হাজার ৮শ ২৭ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়ন মুলক কাজে ব্যায় ধরা হয় ২ কোটি ৯১ হাজার ৯শ ২৮ টাকা ও বছর শেষে সম্ভাব্য জের ২ লাখ ৪ হাজার ৯শ তিন ।

উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে ৫নং রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান সোহরাব বলেন, বাজেটে আমরা সময় পোযোগী ও জনকল্যান মূলক বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করেছি। তাই এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

এ জন্য আমি আমার ইউনিয়নের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনগণের সহযোগিতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার তুলে ধরেন।

ইউপি সদস্য সহো সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Previous articleঝিনাইগাতীতে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাবিবুল্লাহ
Next articleপৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল খানের সহধর্মিণীর মৃত্যুতে কুষ্টিয়া জেলা যুবলীগের শোক