কাকন সরকার (শেরপুর জেলা) প্রতিনিধিঃ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মিজান। শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান,সদর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মোঃ রফিকুল ইসলাম পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করবেন।উনার অনুপস্থিতিতেই শেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হবে এর জন্য গত ১৫ মে সদর উপজেলা ১৪ ইউপি চেয়ারম্যানদের মধ্যে ১১ জন ইউপি চেয়ারম্যানদের ভোট গ্রহণ করা হয় এবং ৮ ভোট পেয়ে মোঃআশরাফুল আলম মিজান জয়লাভ করেন। এরই পরিপেক্ষিতে ২৮ মে ২০২৩ইং তারিখ
বিকালে শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাহি অফিসার মেহনাজ ফেরদৌস এর উপস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মিজানের কাছে দায়িত্বভার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,১৪ নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল, ৮ নং লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআঃ হাই ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে দায়িত্বভার প্রদান করে,উনার অনুপস্থিতিতে দায়িত্ব কিভাবে পালন করবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। মোঃ আশরাফুল আলম মিজান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে উপজেলাবাসীর সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।