কুষ্টিয়া র্যাব-১২’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত (২৭মে) রাত ০৯:২০ মিনিটের সময় দৌলতপুর থানার ঝাউদিয়া বাজার এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে মোঃ আল হাদিস(২৬) নামের একজন কে গ্রেফতার করেন।
আল হাদিস দৌলতপুর উপজেলার মথরাপুর চেয়ারম্যান পাড়ার মোঃ ইমদাদুলের ছেলে। দৌলতপুর থানার অপহরণ মামলা নং-৫৪, তারিখঃ ২৬ মে ২০২৩, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন দমন আইনের (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারার এজাহারনামীয় একজন আসামি ছিলেন।
কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, আল হাদিস আপহরন মামলার এজাহারনামীয় আসামি ছিলেন, গ্রেফতার করে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।