মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া:কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ফেসবুকে ছবি দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তানজিল (১৯) নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামী ওবায়দা (১৯) নামের একজনকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্লবার (২৩ মে ২০২৩)  র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প ও  র‌্যাব-৬ সদর কোম্পানির একটি অভিযানিক দল খুলনা জেলার সদর থানাধীন রেলষ্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ওবায়দা কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি এলাকার মিলনের ছেলে। নিহত তানজিলের সে কলেজের সহপাঠী বন্ধু৷

র‍্যাব সুত্রে জানা যায়,  গত ২০ মে ২০২৩ ইং তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পান্টি হাই স্কুল মাঠে মোঃ তানজিল (১৯) নামের এক কলেজ ছাত্রকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করে তারই বন্ধু কলেজ ছাত্র ওবায়দা (১৯)। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় ০২ জনের নাম উল্লেখসহ ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪, তারিখঃ ২২ মে ২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।এই মামলার পলাতক হত্যাকারীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প। তারই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়।