মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে অনলাইনে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এসএম মাহামুদুল হাসান (৩৭) নামের একজন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া সদর থানাধীন মোল্লাতেঘরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৭ মে) র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে রাত সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন মোল্লাতেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি চৌকস দল।

র‍্যাব সুত্রে জানা যায়, অনলাইনে দীর্ঘ দিন যাবত জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাব অভিযান করে এসএম মাহামুদুল হাসান (৩৭) নামের আসামীকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল, ১টি সিম এবং নগদ ১৩,৬৭০/- (তেরো হাজার ছয়শত সত্তর) টাকা উদ্ধার করা হয়৷

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করেছে র‍্যাব।

Previous articleদৌলতপুর থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ আটক ১
Next articleকুষ্টিয়া মডেল থানা পুলিশের তৎপরতায় আলোচিত অপহরণ মামলার ভিকটিম উদ্ধার