রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া সদর থানার মিলপাড়া পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের সময় ৫ জনকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া মহা শ্মশান ঘাট গড়াই আবাসন এলাকা থেকে বিকাল ৪টার সময় টেপেন্ডা খাওয়া অবস্থায় ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চর মিলপাড়া গড়াই আবাসন এলাকার ওমর আলীর ছেলে ফারুক শেখ (৩০), গড়াই আবাসন এলাকার হেলাল শেখ এর ছেলে সম্রাট শেখ (৩২) গড়াই আবাসন এলাকার মৃত নাজিম উদ্দিন সরদারের ছেলে বাবু সরদার (২২), গড়াই আবাসন এলাকার মৃত কামাল শেখ এর ছেলে আলামিন শেখ (২৫), ও চরমিলপাড়ার মৃত আক্তার বিশ্বাসের ছেলে সম্রাট হোসেন (৩১)।
পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেনের দিকনির্দেশনায় মিলপাড়া পুলিশ ক্যাম্পের আইসি পুলিশের এস,আই এনামুল হক এ,এস,আই আসাদ, ও শাহিন গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবন করা অবস্থায় ৩ পিচ নেশা জাতীয় নিশিদ্ধ টাপেন্ডাডলসহ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়া মডেল থানার অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে৷ পরবর্তীতে কুষ্টিয়া সদর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।