শিরোনামঃ
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার টাউট, বাটপার, দালাল নির্মূল সাব কমিটির সভা অনুষ্ঠিত বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারী আটক হয়েছে। কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে কেরাম বোর্ডে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ করলেন দৌলতপুরের কৃতিসন্তান হুমায়ূন কবীর দৌলতপুরে আড়ীয়া ইউনিয়নের পুরাতন ভবনকে ঘিরে গড়ে উঠেছে মাদকের হাট ” অভিযোগ এলাকাবাসীর পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল খানের সহধর্মিণীর মৃত্যুতে কুষ্টিয়া জেলা যুবলীগের শোক গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাবিবুল্লাহ গাংনীতে অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্য

কুষ্টিয়ায় আন্তঃজেলা সংঘবদ্ধ গরু চোর চক্রের ৪ আসামী চুরিকৃত গরুসহ গ্রেপ্তার

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাহাফুজ হৃদয়।
  • আপডেটের সময়। শুক্রবার, ১২ মে, ২০২৩

রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া জেলার কুমারখালী ও ইবি থানা এলাকা হতে গরু চুরির ঘটনায় দ্রুত সময়ের মধ্যে আন্তঃজেলা সংঘবদ্ধ গরু চোর চক্রের আসামী গ্রেফতার ও চুরিকৃত গরু উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ায় আন্তঃজেলা সংঘবদ্ধ গরু চোর চক্রের আসামী গ্রেফতার ও চুরিকৃত গরু উদ্ধার
ঘটনা-১ সূত্রে জানা যায়, বাদী সুদেব দত্ত (৪৫), পিতা- সুধির কুমার দত্ত, সুবির কুমার দত্ত, সাং- কয়া, থানা-কুমারখালী, জেলা- কুষ্টিয়া তার বাড়ীতে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে। তার বাড়ীতে ১টি ফ্রিজিয়ান গাভী ও ২টি বকন বাছুর ছিল। ০৬ তারিখ রাত অনুমান ০৩:০০ ঘটিকার সময় বাদী তার গরু ০৩টিকে খাবার দিয়ে এসে ঘুমিয়ে পড়ে। অতপর ০৬ তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে গোয়াল ঘরে দিকে গিয়ে দেখতে পাই যে, তার গোয়াল ঘরের দরজা খোলা এবং গোয়ালঘরে ৩টি গরু নাই। যার অনুমান মূল্য ২,৬০,০০০/- টাকা।

থানায় হাজির হয়ে বাদী লিখিত এজাহার দায়ের করলে এ ঘটনায় কুমারখালী থানার মামলা নং-১২, তারিখ-১২/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

কুমারখালী থানা পুলিশ মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার ও চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিভিন্ন ভাবে অভিযান ও সোর্স নিয়োগ করে। সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সঙ্গবদ্ধ আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেট ট্রাকে করে গরু চুরির ঘটনা ঘটাচ্ছে। আসামীরা বিভিন্ন জেলার যে এলাকায় চুরি করে, দিনের বেলায় তারা গরুর ব্যাপারির ছদ্মবেশে রেকি/পর্যবেক্ষণ করে এবং যে এলাকায় চুরি করবে সে এলাকার একজন ড্রাইভার সহ ২/৩ জন জড়িত থাকে।

এলাকায় প্রবেশের পর সেই এলাকার ড্রাইভারের কাছে আগে থেকে গাড়ি হস্তান্তর করে দেয় এবং সঙ্গবদ্ধ চোর চক্র এলাকার ভিতরে প্রবেশের পূর্বের ব্যাপারি সেজে গরু কেনার নামে টার্গেটকৃত গোয়ালে কার্টার দিয়ে লোহার শিকল/তালা কেটে গরু বের করতে থাকে এবং ট্রাকের ড্রাইভারকে ফোন দিয়ে গোয়ালের কাছে ডেকে নেয়। গরু ট্রাকে উঠায়ে সুবিধা মতো পথে ফরিদপুর জেলাধীন সদরপুর থানার সাতরশি গ্রামের সুরুজ মোল্লা, পিতা-কালামিয়া মোল্লা, সাং-সাতরশি, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর এর বাড়িতে নিয়া যায়। সোর্সের মাধ্যমে জানতে পারি যে, গত ইং ১০/০৫/২০২৩ তারিখ দিবাগত রাতে গরু চুরি করার উদ্দেশ্যে ফরিদপুর এবং রাজবাড়ী হতে সঙ্গবদ্ধ চোরচক্র কুমারখালী থানা এলাকায় ট্রাক নিয়া আসতেছে। এই সংবাদ পেয়ে সঙ্গবদ্ধ চোর চক্রকে গ্রেফতারের জন্য কুমারখালী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে কুমারখালী থানা পুলিশের একটি চৌকস দল কুমারখালী থানাধীন গুরুত্বপূর্ণ পয়েন্টে/এলাকায় অবস্থান করে।

গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন ০৬ জন চোর এবং ট্রাক কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল এলাকায় অবস্থান করছে। ১০ তারিখ রাত অনুমান ০৩:৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, কুমারখালী থানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ বটতৈল এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়ার সামনে গিয়ে ট্রাক সহ আসামী ১। মোঃ শিমুল মোল্লা (৩২), পিতা-মৃত হারুন মোল্লা, সাং-মীরের চর (মুরারিয়ার চর), ইউনিয়ন-ময়না, থানা-বোয়ালমালী, জেলা-ফরিদপুর, ২। মোঃ জসিম ব্যাপারি (৩৫), পিতা-মৃত জয়নাল ব্যাপারি, সাং-পাড়াগ্রাম, ইউনিয়ন-শিমুলিয়া, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ, ৩। মোঃ এনামুল হক (৪০), পিতা-মোঃ সামাদ মন্ডল, সাং-চকতিলন, ইউনিয়ন-আলমপুর, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ, ৪। মোঃ আলমগীর শেখ (৫০), পিতা-মোঃ সোহরাব শেখ, সাং-সাতৈর পাটিতাপাড়া, ইউপি-সাতৈর, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুরদের একটি নীল রংয়ের ট্রাক সহ গ্রেফতার করে।

আসামীদের গ্রেফতারকালে তাহাদের নিকট হতে চুরির কাজে ব্যবহৃত তালা/শিকল কাটার মেশিন (কার্টার),দড়ি, ছাতা, এবং বিভিন্ন ব্রান্ডের (বাটন) ০৩ টি মোবাইল উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত গরু সুরুজ মোল্লা, পিতা-কালামিয়া মোল্লা, সাং-সাতরশি, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরের বাড়িতে নিয়ে তারা যোগসাজসে চোরাইকৃত গরুগুলো বিক্রয় করে।

সুরুজ মোল্লার বাড়িতে চোরাইকৃত গরু আছে, এখন গেলে চোরাই গরু পাওয়া যাবে। তাৎক্ষণিক চোরাই গরু উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য গ্রেফতারকৃত আসামী সহ সদরপুর থানা, ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করে। সুরুজ মোল্লা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তার গোয়াল ঘর হতে চোরাইকৃত ০১ টি গাভি গরু, যার মূল্য অনুমান ১,৩০,০০০/- ও ০১ টি বকন গরু, যার মূল্য অনুমান ৬০,০০০/-, সর্বমোট ০২ টি গরু উদ্ধার করা হয়।

কুষ্টিয়ায় আন্তঃজেলা সংঘবদ্ধ গরু চোর চক্রের আসামী গ্রেফতার ও চুরিকৃত গরু উদ্ধার
কুষ্টিয়ায় আন্তঃজেলা সংঘবদ্ধ গরু চোর চক্রের আসামী গ্রেফতার ও চুরিকৃত গরু উদ্ধার
ঘটনা-২ সূত্রে জানা যায়, বাদী মোঃ ইকলাছ হোসেন (৪০), পিতা-মোঃ ছকির উদ্দিন, সাং-আড়পাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া ১০ তারিখে রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় বাদী গোয়ালের গরুর খাবার দিয়ে ঘুমাতে যান। ১০ তারিখ রাত অনুমান ০২.২০ ঘটিকার সময় বাদী গোয়াল ঘরে গরুর খাবার দিতে গিয়ে দেখেন বাদীর গোয়াল ঘরে বাদীর ০১টি শিয়ালি রংয়ের বড় ষাঁড় গরু নাই, যার ০২টি শিং আছে প্রতিটি শিং লম্বা অনুমান ৪ ইঞ্চি।

পরবর্তীতে বাদী তার পরিবারের লোকজনকে জানালে সকলে গরু খোঁজার জন্য এলাকার মধ্যে বাহির হয়। স্থানীয় লোকজনের সাথে বাদী তার চুরি যাওয়া গরু টি খোঁজাখুঁজি করাকালে ইং-১০/০৫/২০২৩ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ইবি থানাধীন ঝাউদিয়া গ্রামস্থ শ্মশানপাড়া ০১নং আসামী মোছাঃ লিপি খাতুন (৩৮) বসত বাড়ির গোয়াল ঘরের ভিতরে বাদী তার চুরি যাওয়া গরু দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। বাদী ০১নং আসামী লিপি খাতুনকে তার বাড়িতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, ০২ নং হতে ০৪ নং আসামী অন্যান্য পলাতক আসামীদের সহায়তায় বাদীর গোয়াল ঘর হতে কৌশলে গরু চুরি করে নিয়ে যায়। থানায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলা নং- ০৮, তারিখ- ১০/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৮০/৪৬১/৪১১ পেনাল কোড রুজু করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর