মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি বাংলা মদ সহ রোকন শেখ(৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ মে) সকাল ১০ টার সময় কুষ্টিয়া শহরের এনএস রোড সংলগ্ন সিভিল সার্জনের অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী রোকন কুষ্টিয়া শহরতলীর বাড়াদী ঈদগাঁপাড়া এলাকার আমিরুলের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ শাহিন আলম, এএসআই মোঃ আসাদুল ইসলাম,কন্সট্রেবল মোঃ সেলিম রেজা, কন্সট্রেবল মোঃ শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় ২০ লিটার বাংলা মদ সহ তাকে গ্রেফতার করে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বিষয় নিশ্চিত করে বলেন, একজনকে দেশীয় মদ সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে৷