গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি বেলাল হোসেনের নেতৃত্বে, দৌলতপুর উপজেলা সালিমপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল সহ একজনকে আটক করেছেন।
আটককৃত জিয়া হক (৪৬) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সালিমপুর এলাকার মৃত আরশেদ আলীর ছেলে। আজ সকাল ( ৮ মে) আনুমানিক সাড়ে সাতটার সময় তার নিজ দোকান থেকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি বিলাল হোসেন জানান, আমরা একটি গোপন সংবাদ পেলে তার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। সেখান থেকে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ জিয়াউল হক নামের একজনকে আটক করেছি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৮ সালের ৩৬ (১) সরনির ২৯( ক) ধারায় একটি মামলা হয়েছে যার মামলা নম্বর ১৮।