নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় ক্যাবল ব্যবসায়ীর নিকট চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে । মিরপুর থানার মামলা নং ৮, তারিখ ৫/৫/২৩ ইং। এ ঘটনায় গতকাল চাঁদাবাজি মামলায় কোর্টে জামিনের আবেদন করলে বিচারক না মঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত খন্দকার শহিদুল ইসলামের ছেলে ক্যাবল ব্যবসায়ী খন্দকার সিরাজুল ইসলাম লিটুর পোড়াদহ এলাকার ”লিন ক্যাবল নেটওয়ার্ক” নামের তার নিজস্ব ব্যবসা করে আসছেন । দীর্ঘ দিন ধরে মিরপুরের পোড়াদাহের নতুন বাজার এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে তানভীর আনসারী রঞ্জু, একই এলাকার সিদ্দিকের ছেলে ভুট্টো, চিথলিয়া গ্ৰামের মৃত আজহার আলীর ছেলে আসাদ তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় গত ২৮/০৪/২০২৩ তারিখে সকালে তার পোড়াদহ ষ্টেশন সংলগ্ন বাজারের তাঁর অফিসে এসে চাঁদা দাবি করে। দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে চাঁদাবাজরা পোড়াদহ নতুন বাজার, চকপাড়া পোড়াদহ, কামারডাঙ্গা ও গোবিন্দপুর এলাকায় ক্যাবল নেটওয়ার্ক”এর তার কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি করে ।
এ ঘটনায় মামলার বাদীর লোকজন চাঁদাবাজদের ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে তারা তার কেটে দেয়ার কথা স্বীকার করে এবং চাঁদা না দিলে তারা ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। পরে চাঁদাবাজিি ঘটনায় মিরপুর থানায় মামলা দায়ের হলে আসামিরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বলে অভিযোগ করেছেন বাদী । ভুক্তভোগী খন্দকার সিরাজুল ইসলাম লিটু বলেন, আসামিরা তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার ক্যাবল টিভির তার ও মেসিনপত্র কেটে ও ভেঙ্গে দেয় এবং তাকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, মামলার বিষয়ে তদন্ত করে , দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীদের দাবি, দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হোক।