মোঃলায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে সাংঘর্ষিক ও পরিপন্থি হওয়ার অভিযোগে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক সহ ৫ সাংবাদিক পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুলের কাছে একটি লিখিত পত্রে ৫ সদস্য স্বাক্ষরিত এই পদত্যাগপত্র জমা দেয়া হয়। পদত্যাগকারীরা হলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক সুজন শেখ।
পদত্যাগকারী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান জানান, প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক অনৈতিক, সাংগাঠনিক সাংঘর্ষিক ও পরিপন্থি কার্যক্রম করে আসছে। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, পদত্যাগ পত্রটি আমরা হাতে পেয়েছি। তারা তাদের স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছে। তবে তারা আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে পদত্যাগ করেছে সেগুলো সত্য নয়। আমরা পরবর্তীতে আলোচনা করে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিব।