শিরোনামঃ
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার টাউট, বাটপার, দালাল নির্মূল সাব কমিটির সভা অনুষ্ঠিত বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারী আটক হয়েছে। কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে কেরাম বোর্ডে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ করলেন দৌলতপুরের কৃতিসন্তান হুমায়ূন কবীর দৌলতপুরে আড়ীয়া ইউনিয়নের পুরাতন ভবনকে ঘিরে গড়ে উঠেছে মাদকের হাট ” অভিযোগ এলাকাবাসীর পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল খানের সহধর্মিণীর মৃত্যুতে কুষ্টিয়া জেলা যুবলীগের শোক গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাবিবুল্লাহ গাংনীতে অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্য

ভুলবশত অন্যের এ্যাকাউন্টে প্রেরিত টাকা কুষ্টিয়া মডেল থানা পুলিশের তৎপরতায় সম্প সময়ে উদ্ধার হওয়া প্রসঙ্গে।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

জনাব, দিপংকর চ্যাটার্জী (৪৯), পি- মৃত- দিলীপ কুমার চ্যাটার্জী, সাং- মানকুণ্ডু থানা- চন্দননগর, জেলা- হুগলী, বর্তমান ঠিকানা। হাউজিং এস্টেট, ডি-ব্লক, বাসা নং- ২৯৯, থানা ও জেলা কুষ্টিয়া। তিনি বর্তমানে LARSEN & TOLERO LIM TED(নির্মান প্রকল্প) এর হিসাবরক্ষক পদে কর্মরত আছেন,

গত ইং- ১৮/০৪/২০২৩ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন হাউজিং এস্টেট এলাকায় অবস্থান করা কালীন অনলাইনে RICS এর মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের HSBC ব্যাংক এ্যাকাউন্ট নম্বর- ০০১-০৩৬১৭৭-০১. হইতে টাকা বিসমিল্লাহ এন্টাপ্রাইজ এসি নং- ৩৮৩১৯০১০১০৫৮৪ পূবালী ব্যাংক লিমিটেড উত্তরা মডেল টাউন শাখায় পাঠানোর সময় ভুল বসত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের, ইসলামি ব্যাংক, বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং এ্যাকাউন্ট নং- 20507770100270৬৩৮, যাহার রাউটিং কোড- ১25270607 তে ৩০.৮৮,৯৫০/- (ত্রিশ লক্ষ আটাশি হাজার নয়শত পঞ্চাশ ) টাকা চলিয়া যায়। উক্ত একাউন্ট হোল্ডার মোঃ ফিরোজ আহমোন (২৮), পিং- হারুন অর রশিদ হাওলাদার, সাং- জিলবুনিয়া, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট। বর্তমান ঠিকানা- দক্ষিন বাগ, দনিয়া কদমতলী,ঢাকা-১২৩৬। বিষয়টি বুঝতে পেরে ৭,২৩,০০০/- ( সাতলক্ষ তেইশ হাজার টাকা) তাৎক্ষনিক উত্তোলন করে নেয় এবং তার নিজের মোবাইল নং- ০১৭৩১– ৭০২৮৬৬ বন্ধ করিয়া আত্মগোপন করে। বানী দিপংকর চ্যাটার্জী উক্ত ঘটনার বিষয়ে ইং- ১৮/০৪/২০২৩ তারিখ কুষ্টিয়া মডেল থানায় ০১ টি সাধারন ডায়েরী করেন যাহার সাধারন ডায়েরী নং- ১২৫৪, তারিখ ১৮/০৪/২০২৩

বর্নিত সাধারন ডায়েরী মূলে আমার দিক নির্দেশনায় ১৮/০৪/২০২৩ তারিখ ইসলামি ব্যাংক, বাংলাদেশ লিমিটেড এর কুষ্টিয়া শাখা থেকে এজেন্ট ব্যাংকিং এ্যাকাউন্ট নং- 20507790১০০২৭০৬৩৮, (যাহাতে বাদীর টাকা চলে গেছে) এ্যাকাউন্ট টি সাময়িক ভাবে হোল্ড করা হয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম উক্ত জিডির বাদী দিপংকর চ্যাটার্জী সহ অভিযান পরিচালনা করে একাউন্ট হোল্ডার মোঃ ফিরোজ আহম্মেদকে কে এম পি খুলনার হরিণটানা থানা এলাকা থেকে ইং- ১৯/০৪/২০২৩ তারিখ সকাল অনুমান ১১:৪৫ আটক করতে সক্ষম হন তখন জানা যায় একাউন্ট হোল্ডার মোঃ ফিরোজ আহম্মেদ বাদীর প্রতিষ্ঠানে ৯, ২৮, ৭৫২/- পান যাহার বিপরীতে তিনি ইং- ১৮/১৪/২০২৩ তারিখ LARSEN & TOUBRO LIMITED (নिর্মাণ প্রকল্প) থেকে ৯, ২৮, ৭৫২/ টাকার চেক গ্রহন করিয়াছেন। তবে তিনি তার একাউন্টে ৩০.৮৮,৯৫০/- (ত্রিশ লক্ষ আটাশি হাজার নয়শত পঞ্চাশ) টাকার এন্ট্রি সংক্রান্তে তিনি কোন এস এম এস পান নাই মর্মে জানান । তখন আমরা উক্ত ফিরোজের শশুর মোঃ সোহরাব হোসেন কে মোবাইলে সংবাদ দিয়া টিমে সংযুক্ত করি।

ইং- ১৯/০৪/২০২৩ তারিখ ইদের ছুটির কারনে জেলা পর্যায়ে ব্যাংকিং বন্ধ থাকায় উক্ত ফিরোজ আহমেদ, তার শশুর মোঃ সোহরাব হোসেন ও বাদীকে নিয়ে পুলিশ টিম ঢাকার উদ্দেশ্য রওনা হন। ইং- ২০/০৪/২০২৩ তারিখ ঢাকার মতিঝিলে ইসলামি ব্যাংক, বাংলাদেশ লিমিটেড এর কর্পোরেট শাখায় হাজির হয়ে, বাদীর হারানো টাকা উত্তোলনের চেষ্টা করা হয়, কিন্তু বিবাদী ফিরোজ আহম্মেদ এর মূল একাউন্ট পিরোজপুর জেলার নেছারাবাদ থানা শাখায় এবং সরকারী ছুটি থাকায় টাকা উত্তোলন সম্ভব হয় নাই। ইসলামি ব্যাংক, বাংলাদেশ লিমিটেড এর কর্পোরেট শাখার ব্যাংক কর্মকর্তাগন জানায় একাউন্টটি শুধুমাত্র পিরোজপুর জেলার নেছারাবাদ থানা শাখা আন ফ্রিজ করতে পারবেন, এবং এটা ইদের পরে অফিস ওপেন হওয়ার পর।

ইং- ২৫/০৪/২০২৩ তারিখ ইসলামি ব্যাংক, বাংলাদেশ লিমিটেড এর কুষ্টিয়া শাখা হইতে বাদী দিপংকর চ্যাটার্জী বিবাদী ফিরোজ আহম্মেদ, তার শশুর মোঃ সোহরাব হোসেনকে নিয়ে বাদীর ৩০,৮৮,৯৫০/- (ত্রিশ লক্ষ আটাশি হাজার নয়শত পঞ্চাশ) টাকা টাকা থেকে বিবাদীর পূর্বের প্রদেয় চেক বাতিল পূর্বক তার প্রাপ্য ১, ২৮, ৭৫২/- বুঝিয়ে দিয়ে বাকী ২৩,৬০,১৯৮/- টাকার মধ্যে নগদ ১৫,০০০০০/- টাকা যাহার চেক নং IDB- 7190656. এবং পে অর্ডারে ৬,৬০,০০০/- টাকা পে অর্ডার নং- ABA 3110537, চেক নং । DB 7190657 প্রদান করা হয়।

এছাড়াও অদ্য ইং ২৬/০৪/২০২৩ তারিখ কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর- ৪৮% ২০ এর এবং বছরের সাজাসহ ১১ লক্ষ টাকা জরিমানার আসামী মোছাঃ সাজেদা খানম, পিতা- মোঃ সোলাইমান, মাতা- মোছাঃ রাবেয়া বেগম,বাসা/হোলিং নং-০১, সাং- কানাবিলের মোড় বাড়ালী, থানা ও জেলা- কুষ্টিয়া এবং জিআর-৪৩৮/ ২০১২ পরোয়ানা ভুক্ত আসামী মোঃ ওবাইদুল্লাহ ও স্বাক্ষর, পিতা- মোঃ সেলিমুল্লাহ, সাং- কেরামত মোস্তান লেন, টালীপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়াঘয়কে গ্রেফতার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর