মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস নেশা জাতীয় নিশিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ তিতাস হোসেন (২৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার সময় কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ক্যানালপাড়া টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তিতাস চৌরহাস ক্যানালপাড়া এলাকার সামাদের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্ব এসআই সুফল সরকার, এএসআই শাহিন আলম, এএসআই আসাদুল ইসলাম সহ সংগীয় ফোর্স মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১০ পিস নেশা জাতীয় নিশিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী তিতাসকে গ্রেফতার করেন। এসময় আসামীর নিকট মাদক বিক্রির ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ৷

কুষ্টিয়া মডেল থানার ওসি মোঃ শাহাদাৎ হোসেন জানান, মাদক সহ একজনে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।