ফেনী প্রতিনিধি দেলোয়ার হোসাইনঃ বহুমুখী জ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতা বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ৩-এ সপ্তম স্থান অর্জন করেছে ফেনীর ছেলে মো: ইমদাদুল্লাহ৷ বুধবার (১৯) এপ্রিল গ্র্যান্ড ফিনালি অনুষ্ঠানে বিচারকরা সপ্তম স্থান বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। উক্ত বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠানে তাঁকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন ইসলামিক আইকনের চেয়ারম্যান ও বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকশী।
প্রতিযোগিতাটি পবিত্র রমযান মাসে প্রতিদিন রাত ৯:৪৫ মিনিটে আর টিভির পর্দায় প্রচারিত হয়েছে।এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও বিশ্বের ছয়টি রাষ্ট্রের
প্রতিযোগীরা অংশগ্রহণ করে৷ প্রথমে ৮৫০০ প্রতিযোগী অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করে৷ বিভিন্ন বাছাই পর্ব ও পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ থেকে ২১ জন ও বিভিন্ন রাষ্ট্র থেকে ছয়জনসহ মোট ২৭ জনকে টিভি রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়৷ বাংলাদেশ ও বিভিন্ন রাষ্ট্রের বহু ভাষায় ও বহু জ্ঞানের অধিকারী প্রতিযোগীদের সাথে জ্ঞানের এই কঠিন যুদ্ধে লড়াই করে সপ্তম স্থান অর্জন করে ইমদাদ৷
মোঃ ইমদাদ ফেনীর শর্শদি ইউনিয়নের রাস্তারখিল গ্রামের বরকান্দাজ বাড়ির মোঃ জয়নাল আবেদীনের ছেলে৷সে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস, চট্টগ্রাম কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে বি এ অনার্স ও জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া থেকে উচ্চতর ইসলামী আইন গবেষণা বিষয়ে অধ্যায়ন শেষ করেছে৷ বর্তমানে ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় কামিল (হাদিসে)-এ অধ্যয়নের পাশাপাশি চট্টগ্রামের চান্দগাঁও থানায় অবস্থিত আইডিয়াল গার্লস কামিল মাদরাসায় আরবী প্রভাষক হিসাবে কর্মরত আছে।
বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ৩ এর এইবারের প্রথম স্থান অধিকার করেছেন মালয়েশিয়ার প্রতিযোগী রবিউল হাসান ,দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভারতের প্রতিযোগী শেখ ইবাদুল্লাহ, তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী মুস্তাফিজুর রহমান।
বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ৩ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর শায়খ মোখতার আহমদ, আর টিভির ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন আহমেদ বাবলু, ড. নাকিব মো: নাসরুল্লাহ, ড.রেজাউল করিম,ডা: ফুয়াদ গালিব, মাওলানা শামাউন আলী ও ইসলামিক আইকনের চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বকশীসহ প্রমুখ ৷