মোঃ রবিউল ইসলাম হৃদয় : পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে কোন মহল যাতে কোন ধরনের ইস্যু তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার মো: খাইরুল আলম। একই সাথে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দিয়েছেন তিনি।
ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে ২৪ ঘন্টায় থাকছে গোয়েন্দা ও সাদা পোশাকের পুলিশ। কেউ অপরাধ করলে কোন ছাড় পাবেনা বলে জানা গেছে। শুধু তাই নয়, যে কোনো দুর্ঘটনা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী, নিত্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কোন মহল যাতে উদ্দেশ্যমূলক ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে। বর্তমানে পুলিশের এমন কঠোর নিরাপত্তা কুষ্টিয়া শহর সহ জেলায় চোখে দেখার পর স্বস্তিতে ঈদের কেনাকেটা করছে এই জেলার মানুষ।