এম,সাইদুর রহমান-পটুয়াখালীঃ ঈদ করার জন্য মায়ের সাথে নানা বাড়ী থেকে বাড়ী ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মোসা. মানসুরা আক্তার (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮ টার দিকে কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেশবপুর গ্রামের মৃত মো. শাহজাহান মৃধার মেয়ে মানসুরা একই ইউনিয়নের মোমিনপুর গ্রামের নানা মো. সাহেব আলী খন্দকারের বাড়ী থেকে স্থানীয় ফাজিলপুর হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করতো। বুধবার রাতে মায়ের সঙ্গে কেশবপুর গ্রামে বাবার বাড়ী ফেরার পথে কেশবপুর মৃধার বাজার এলাকার লতিফ মাস্টারের বাড়ীর সামনে পৌছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়।এতে বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হয় মানসুরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।