কাকন সরকার শেরপুরঃ শেরপুরে ৯ কেজি গাঁজা সহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ।
আজ,১৯ এপ্রিল (বুধবার) অদ্য সকাল ১০.৩০ ঘটিকার সময় শেরপুর পৌর শহরের মীরগঞ্জ নতুন বাস টার্মিনাল থেকে ৯ কেজি গাঁজাসহ মো.আব্দুল মালেক (৪৫) ও আব্দুল রাজ্জাক (৪০) নামে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানাযায়,মো.আব্দুল মালেক (৪০) কুড়িগ্রাম সদর উপজেলার চর-ভগবত্তীপুর গ্রামের জৈনক মো.জমের শেখের ছেলে এবং মো.আব্দুর রাজ্জাক (৪০) একই গ্রামের জৈনক আমির হোসেনের ছেলে।
এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বছির আহমেদ বাদল জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আন্ত:জেলা মাদক কারবারি চক্রের একদল মাদক কারবারি মাদক বহন করে নিয়ে যাচ্ছে সেই সুত্র দরে ৯ কেজি গাঁজা সহ আব্দুল মালেক ও আব্দুল রাজ্জাক নামের দুই মাদক কারবারিকে মাদক সহ হাতে-নাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবদে জানা যায়,তাহারা রৌমারি বর্ডার হইতে গাঁজা সংগ্রহ করিয়া সিরাজগঞ্জ যাইতেছিল।
এ ঘটনায় আরও ১ জন পলাতক রয়েছে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।