মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ সময় টেলিভিশনের ১যুগ পূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) রাত ৮ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে সময় টিভির শুভ জন্মদিন অনুষ্ঠানটি উদযাপন করা হয়। সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এসএম রাশেদের উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, মাই টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, দৈনিক জনমতামত পত্রিকার সম্পাদক মিরাজ হোসেন,এখন টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম হৃদয়, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি আমিন হাসান, পরিবর্তন ডটকমের জেল প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ,ভয়েস অফ কুষ্টিয়ার সম্পাদক ও প্রকাশক মুন্সী শাহীন আহম্মেদ জুয়েল,সাংবাদিক আলেক চাঁদ,বিদ্যুৎ খন্দকার সহ আরও অনেক সাংবাদিকবৃন্দরা।
উপস্থিত অতিথিরা বলেন, সময়ের প্রয়োজনে সময় এই স্লোগানকে সামনে রেখে ২০১১ সালে সময় টেলিভিশনের যাত্রা শুরু হয়। ইতিমধ্যেই কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলের খবরা খবর প্রতিটি চ্যানেলের মতো বেশী গুরুত্ব দিয়ে সময় টেলিভিশনে সম্প্রচার করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।সময় টেলিভিশনের পর্দায় কুষ্টিয়া জেলার গ্রামের অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের সুখ দুঃখের কথা একযুগ ধরে সম্প্রচার করে কুষ্টিয়াবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে।