রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :ইফতার অর্থ উপবাস ভঞ্জন করা। ভোর থেকে সারা দিন ‘সাওম’ পালন শেষে রোজাদার সূর্যাস্তের পর প্রথম যে পানাহারের মাধ্যমে উপবাস ভঞ্জন করেন, তাকে ‘ইফতার’ বলা হয়। যে খাদ্য বা পানীয় দিয়ে ইফতার করা হয়, তাকে ‘ইফতারি’ বলা হয়। ইফতারের আগেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নাত। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন।
কুড়িগ্রামের চর রাজিবপুরে মাস ব্যাপী ইফতারের আয়োজন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম । প্রতি বছরের ন্যায় এবার চর রাজিবপুর থানা মোড়ে মাস ব্যাপী শতাধিক রোজাদার কে ইফতার করান মোঃ শফিউল আলম । মাস ব্যাপী ইফতার পার্টিতে উপজেলার গরীব অসহায় এবং সকল শ্রেণী পেশার মানুষ এখানে ইফতার করতে দেখা যায়। রাজিবপুর উপজেলার অনেক নেতৃবৃন্ধরাও ইফতারের সময় উপস্তিত হতে দেখা যায়। মাস ব্যাপী ইফতারের সময় ইফতার মাহফিলে অংশ গ্রহণকারী আজিবর মাস্টার বলেন, প্রতি বছর শফিউল আলমের নেতৃত্বে মাস ব্যাপী ইফতারের আয়োজন করে থাকেন। এখানে অতি দরিদ্ররা ও সকল পেশার মানুষ এসে ইফতার করে চলে যায়, এ জন্য আমরা শফিউল আলমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইফতার মাহফিলে ইউপি সদস্য রজব আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মন্ডল, অবসরপ্রাপ্ত পুলিশের এসআই আব্দুল হামিদসহ আরো অনেকেই বক্তব্যে বলেন মাস ব্যাপী ইফতারের পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক আলোচনা গুলো জনগনের সামনে তুলে ধরা হয়। এ বিষয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, আমি দীর্ঘ দশ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, এবং আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। যা কিছু করেছি তা সবই জনগণের পিছুনে খরচা করে আওয়ামী লীগ সরকারের কাজ করে যাচ্ছি এবং সামনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে জনগনের দোয়ায় আল্লাহ তায়ালার রহমতে আমি নির্বাচিত হয়ে বিজয়ের মালা মাননীয় প্রাধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো এ বিশ্বাস জনগণের প্রতি আমার আছে।