মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রনিক তার সহ ৪ জন চোর গ্রেফতার হয়েছে৷
শুক্রবার (১৪ এপ্রিল) কুষ্টিয়ার পুলিশ সুপার,মোঃ খাইরুল আলম এর নির্দেশে কুষ্টিয়া মডেল থানার
অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেনের নেতৃত্বে
এসআই সুফল সরকার সহ সঙ্গীয় ফোর্স শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস কলোনী পাড়া এলাকার মধু শেখের ছেলে জীবন শেখ (২৮),কোর্টপাড়া (কেনি রোড) এলাকার মৃত শেখ মনছুর আলীর ছেলে মাসুদ (৩৮),থানাপাড়া (কোর্ট স্টেশন সংলগ্ন) এলাকার মৃত মোহন মুস্তাফিজুরের ছেলে সাগর (২৭), ও হাউজিং এ-ব্লক-৮৪ এলাকার মজু শেখের ছেলে সাইফুল ইসলাম লাল (৪৪)।
এসময় গ্রেফতারকৃত চোরদের নিকট থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় প্লাস্টিকের কভার দ্বারা মোড়ানো ৫টি তামার সার্ভিস তার,১টি লাল ও হলুদ রংয়ের লোহার তৈরি পুরাতন গ্যাস সিলিন্ডার,১টি প্লাস্টিকের বাজার করা ব্যাগে আগুনে পোড়ানো ৮০০ গ্রাম তামার তার। উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নং-৩৭, তারিখ- ১৪/০৪/২০২৩,।