কুষ্টিয়া পৌর এলাকার মধ্যে অবস্থিত একতারা মোর,এখানে রয়েছে একাধিক বহুতলা ভবন। পাশে রয়েছে মসজিদ, মাদ্রাসা ও আবাসিক বাসস্থান।
১৪ এপ্রিল শুক্রবার বেলা তিনটার সময় হঠাৎ বিদ্যুৎ পোলের পাখির বাসা থেকে এ অগ্নিকাণ্ড ঘটে, বিদ্যুৎ পোলের আগুন প্রসারিত হওয়ার আগেই উপস্থিত হন কুষ্টিয়া ফায়ার সার্ভিস। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও এলাকাবাসীর মধ্যে রয়েছে আতঙ্ক ,তার কারণ আবাসিক এলাকায় গ্যাসের গোডাউন আর এই গোডাউনের সামনেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এলাকার ক্ষয়ক্ষতি তেমন না হলেও পুড়েছে একাধিক ইন্টারনেট কেবল সহ বিদ্যুৎ সার্ভিস তার।
এতে মানসিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন । অগ্নি দুর্ঘটনা ঝুঁকি এড়াতে গ্যাস সিলিন্ডার গোডাউন আবাসিক এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছে এলাকাবাসী।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক জানে আলম জানান, জনবহুল আবাসিক এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার গোডাউন স্থাপনের সুযোগ নেই। লাইসেন্স শর্ত কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।