এনামুল মবিন(সবুজ): দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩টি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল দুপুরে বাজার মনিটরিংয়ের সময় দিনাজপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম জরিমানা করেন। বাজার মনিটরিংয়ের সময় তিনি পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রকাশ না করায় রানীরবন্দর সুইহারীবাজারে মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা, লাকি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার ও বাহাদুরবাজারের ইসলাম মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
দিনাজপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম বলেন, জনস্বার্থে নিয়মিত এ বাজার মনিটরিং চালিয়ে যাবেন।