কুষ্টিয়া সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য মরহুম অধ্যাপক নেহাল স্যারের গত ৪ ঠা এপ্রিল ২০২৩ ইং যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন। ‘প্রফেসর নেহাল উদ্দিন শেখ” স্যারের নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে পারিবারিকভাবে তার দাফনের সিদ্ধান্ত ও প্রস্তুতি গৃহীত হয়।
উক্ত জানায়ায় আত্মীয়, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্তিতি কামনা করেন প্রয়াত নেহাল স্যারের পুত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক, জয় নেহাল মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা ও কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের অন্যতম উপদেষ্টা জনাব জয় নেহাল।