মোঃ রবিউল ইসলাম হৃদয় :স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো
এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জিলা স্কুলে বাংলাদেশ স্কাউটস দিবস -২০২৩ পালিত হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) বেলা ১১ টার সময় কুষ্টিয়া জিলা স্কুলের অডিটরিয়াম রুমে জেলা স্কাউটসের আয়োজনে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার রেইনা, কুষ্টিয়া সদর উপজেলা স্কাউটস সভাপতি ও কুষ্টিয়া ও উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস,
কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ও সদর উপজেলা স্কাউটস কমিশনার এফতে খাইরুল ইসলাম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা শাখার কমিশনার ও জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।