দৌলতপুর থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে গাঁজা, ফেনসিডিল সহ আটক তিন।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের এস আই সেলিম রেজা বলেন, বৃহস্পতিবার দুপুরে সঙ্গীয় অফিসার নিয়ে থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোনাইকুন্ডি এলাকায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের জন্য অবস্থা করছে। এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মজিবুর রহমান কে অবহিত করে অভিযান পরিচালনা করে গাঁজা সহ দুইজন ব্যক্তিকে আটক করি। আটকের পরে তারা তাদের পরিচয় নিশ্চিত করেন এবং তাদের কাছে থাকা গাঁজার পরিমান ৪ শত গ্রাম বলে জানান । আটককৃতরা হলেন সোনাইকুন্ডি ইন্দিরাপাড়া গ্রামের মৃত ইসরাফিল মন্ডল এর ছেলে সাইদুল মন্ডল ও জয়রামপুর গ্রামের মৃত মোকাম দফাদারের ছেলে রিংকু।
এছাড়াও বৃহস্পতিবার রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ফারাকপুর গ্রামের শহিদ রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর এক জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিলে একজন দৌড়ে পালানোর চেষ্টা করিলে তাকে আটক করি। আটকের পরে তার কাছে থেকে ৯ বতল ফেন্সিডিল উদ্ধার হয়। এ সময় তিনি তার পরিচয় নিশ্চিত করেন সে ফিলিপনগর আবেদের ঘাট এলাকার মৃত কাশেম মোল্লার ছেলে বিপ্লব।
তাদের নামে দৌলতপুর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।