শিরোনামঃ
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার টাউট, বাটপার, দালাল নির্মূল সাব কমিটির সভা অনুষ্ঠিত বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারী আটক হয়েছে। কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে কেরাম বোর্ডে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ করলেন দৌলতপুরের কৃতিসন্তান হুমায়ূন কবীর দৌলতপুরে আড়ীয়া ইউনিয়নের পুরাতন ভবনকে ঘিরে গড়ে উঠেছে মাদকের হাট ” অভিযোগ এলাকাবাসীর পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল খানের সহধর্মিণীর মৃত্যুতে কুষ্টিয়া জেলা যুবলীগের শোক গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাবিবুল্লাহ গাংনীতে অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্য

গাঁজা ধরেছি মামলা দেয়নাই পারলে আমার নামে মামলা দেন বললেন এ এস আই মিঠুন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়। শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

দৌলতপুর কুষ্টিয়া : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দিঘলকান্দী ক্যাম্প পুলিশের এ এস আই মিঠুন গত বুধবার রাত অনুমানিক ৮ টার পরে ঝাউদিয়া বাবলু বাজার এলাকার মৃত সাদেক আলীর ছেলে জালেম কে ৫ শত গ্রাম গাঁজা সহ আটক করেন বলে জানান এলাকাবাসী।

নাম পরিচয় গোপন রাখা শর্তে একাধিক ব্যক্তি বলেন, জালেম নিয়মিত গাঁজা সেবন করেন এবং বিক্রয় করেন। ১০ থেকে ১৫ দিন আগে এ এস আই মিঠুন গাঁজা সহ জালেম কে আটক করে শুধু গাঁজা নিয়ে যায়। আবার গত বুধবার রাত অনুমানিক ৮ টার পরে জালেমের বাড়িতে অভিযান পরিচালনা করে ৫ শত গ্রাম গাঁজা সহ জালেম কে আটক করেন। পরে ২০ হাজার টাকার বিনিময়ে জালেম কে স্থানীয় এক দালালের মাধ্যমে ছেড়ে দিয়ে যায়। এবং ৫ শত গ্রাম গাঁজা নিয়ে যায়।

জালেম নিয়মিত মাদকদ্রব্য গাঁজা সেবন ও বিক্রয় করে বলে নিশ্চিত করেন রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু , এ সময় তিনি বলেন জালেম কে পুলিশ আটক করেছিল আমি শুনেছি তবে পরে মামলা দিয়েছে কি ছেড়ে দিয়েছে আমি জানিনা।

এ বিষয়ে জালেম বলেন, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে আমার কাছে থেকে গাঁজা আটক করে এ এস আই মিঠুন পরে সেই গাঁজা দিঘলকান্দী ক্যাম্প এলাকার জবা পিরিনের ছেলে আহাদের কাছে বিক্রয় করেন। আমি ফোকির মানুষ গাঁজা খাই। গত বুধবার রাত অনুমানিক ৮ টার পরে আবার আমার বাড়িতে অভিযান করে গাঁজা ও টাকা নিয়ে গেছে। তবে টাকাটা আমার জামায় দিয়েছে কত দিয়েছে তা জানিনা৷ এ সময় তিনি দাবি করেন এ এস আই মিঠুন নিজে গাঁজা সেবন করেন।

এ বিষয়ে এ এস আই মিঠুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন হে গাঁজা সহ জালেম কে আটক করেছি মামলা দেয় নাই পারলে আপনি আমার বিরুদ্ধে মামলা দেন। আর আপনি কি মাপের সাংবাদিক আমার ক্যাম্পে আসেন আপনাকে দেখছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর