মোঃ রবিউল ইসলাম হৃদয় (কুষ্টিয়া) : কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১৮ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সবদুল (৬৫) নামের একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৭ এপ্রিল) তারিখ দুপুর দেড়টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ইসলামপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামী সবদুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জুতাসি পাড়া এলাকার মৃত মনু সর্দারের ছেলে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সুত্রে জানা যায়, আসামী সবদুল রাজশাহী প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত মামলা নং-৭৬ সি/৮৮, ধারা-১৪৮/১৪৯/৩০২/৩২৫ দঃ বিঃ এবং অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত রাজশাহী এর দায়রা নং-৯৩/৯১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৩ হাজার টাকা জরিমানার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। এই মামলার রায়ের পর থেকে ১৮ বছর সবদুল পলাতক ছিলেন। র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব জানায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।