শিরোনামঃ
বাউফলে গভীর রাতে ক্ষেত থেকে তরমুজ চুরি, নিরাপত্তাহীনতায় চাষিরা পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন। চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-মনোরঞ্জন শীল গোপাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শার্শার বাগআঁচড়া দাঃ আঃ শিক্ষা সদনের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজে ২৬শে মার্চের আলোচনা সভা দূয়া অনুষ্ঠিত। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হাসীব আলম তালুকদার

বিএনপি যখনই ক্ষমতার বাইরে থাকে তখন বিদেশের কাছে ধরনা দেয়: হানিফ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়। শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বাংলাদেশে আওয়ামীলীগের মুল শক্তি হচ্ছে জনগণ। এদেশে বিএনপি নামক রাজাকারের দলটিই জন্ম হয়েছিল ক্যান্টমেন্টে বসে অবৈধভাবে। এ দল কখনও জনগণের দল ছিল না। তারা সবসময় আস্তা ছিল বিদেশীদের উপরে। বিএনপি যখনই ক্ষমতার বাইরে থাকে তখন বিদেশের কাছে ধরনা দেয়। যা বিদেশের মাধ্যমে সরকারকে পতন ঘটাইয়ে তাদের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় সেটাই তাদের লক্ষ্য। বিএনপি বিদেশের কাছে ধরনা এটা অনেক পুরানো ব্যাপার। এটা নিয়ে আওয়ামীলীগের কোন মাথা ব্যাথা বা কথা বলার কিছু নেই। যারা বিদেশের কাছে ধরনা বা দৌড়ঝাপ করছে তাদেরকে অবহিত করতে চাই আওয়ামীলীগ কখনও বিদেশের উপর নির্ভর করে পথ চলে না। আওয়ামীলীগের রাজনৈতিক হচ্ছে এদেশের জনগনকে নিয়ে। বিদেশের কাছে দৌড়ঝাপ করে বিদেশের মাধ্যমে কোন ষড়যন্ত্র এ দেশে বাস্তবায়ন হবে না।

তিনি আরও বলেন ২০১২ সালে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হল এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু হয় । তখন থেকেই বিএনপি এ কথা বলে আসছে। সরকারের পতন এখন সময়ের ব্যাপার। এ ধরনের কথাবার্তা বিএনপির গুরুত্ব নেই।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহাবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

এসময় হানিফ আরো বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চাননা। এটাই ঠিক রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমান হলো।
কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজ এর নেতৃত্বে মতবিনিময়ে কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশত শিক্ষক অংশ নেয়। এসময় তারা বেতন বোনাস বাড়ানো সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। মতবিনিময়ের ফাকে ফাকে নানা ধরনের দেশীয় নৃত্য, নাচ, গান পরিবেশন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর