শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির সূর্য সন্তান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন বাউফলে গভীর রাতে ক্ষেত থেকে তরমুজ চুরি, নিরাপত্তাহীনতায় চাষিরা পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন। চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-মনোরঞ্জন শীল গোপাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শার্শার বাগআঁচড়া দাঃ আঃ শিক্ষা সদনের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজে ২৬শে মার্চের আলোচনা সভা দূয়া অনুষ্ঠিত।

বাউফলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন নিয়ে দুই পক্ষের একই জায়গায় কর্মসূচি ঘোষনা

জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়। বুধবার, ১৫ মার্চ, ২০২৩

এম.সাইদুর রহমান পটুয়াখালীঃ বাউফলে আওয়ামী লীগের তিন পক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশুকিশোর দিবস উপলক্ষে কর্মসুচি ঘোষনা করেছে। এর মধ্যে দুই পক্ষ একই দিন একই স্থানে এবং অপর পক্ষটি ভিন্ন স্থানে কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছেন। এ নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে । বিপাকে পরেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

বিবাদমান এই তিন পক্ষের নেতৃত্বে রয়েছেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ স্থাণীয় এমপি আসম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল।

দলীয় সুত্র জানায়, বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ স্থাণীয় এমপি আসম ফিরোজ প্রতিবছরের ন্যায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয় “জনতা ভবনে” বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছেন। এ ছাড়াও একই দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে তার অনুসারীরা আওয়ামী লীগ কার্যালয় “জনতা ভবনে” অভিন্ন কর্মসূচি ঘোষনা করেছেন। যদিও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে তার অনুসারিরা একই দিনে সদর রোডের কুন্ডপট্রি পৌর আওয়ামী লীগ কার্যালয় দলীয় পৃথক কর্মসূচি ঘোষনা করেছেন।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই তিন পক্ষের মধ্যে চলছে প্রস্তুতি ও শক্তির মহড়া। আর এনিয়ে প্রকাশ্যে বিরাজ করছে উত্তেজনা । আশংকা করা হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষের। আর তিন পক্ষের কর্মসূচি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

এ বিষয়ে স্থানীয় এমপি আসম ফিরোজের সমর্থিত বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক বলেন,‘ মূল ধারার আওয়ামী লীগের দলীয় সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুকিশোর দিবসের কর্মসূচির ঘোষনা দিয়েছেন। এ সভায় উপজেলার আওয়ামী লীগের সধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ছাড়া কমিটির অন্য সকল নেতারা আসম ফিরোজ এমপির প্রতি আস্থা রেখে সভায় উপস্থিত ছিলেন। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার অসাংগঠনিক ভাবে জনতাভবনে কর্মসূচি দিয়েছেন । যা গঠনতন্ত্র পরিপন্থী।’

এ বিষয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বলেন,‘ ১৭ মার্চ জাতীয় কর্মসূচি পালনের জন্যে তিনি সবার আগে কর্মসূচি ঘোষনা করেছেন। কর্মসূচির চিঠি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে দেয়া হয়েছে। শুনেছি পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক স্বাক্ষরিত পত্রে দলীয় কার্যালয়ে নানা কর্মসূচি ঘোষনা করেছেন। তার এই এ কর্মসূচি ঘোষনা কোন একতিয়ার নেই । আমি দলের সাধারণ সম্পাদক হিসাবে যে কর্মসূচি ঘোষনা করেছি সেটাই সঠিক। ওই দিন দলীয় কার্যাল “জনতা ভবনে” আমার ঘোষিত কর্মসূচি পালিত হবে।’

বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন,‘জাতীয় কর্মসূচিকে ঘিরে সরকার দলীয় হ্যাভিওয়েট নেতাদের একই সময়ে,একই স্থানে কর্মসূচি ঘোষনা করলেও শংঙ্কার কিছু নেই। আমি দুই পক্ষের সাথেই এ বিষয়ে আলোচনা করবো । যাতে সুষ্ঠ পরিবেশের মধ্যে দিয়ে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু কিশোর দিবস পালিত হয়। সমঝোতায় ব্যর্থ হ পরিস্থিতি শান্ত রাখার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।’

উল্লেখ্য এর আগে ২০২২ সালের ১৭ মার্চ জাতীয় এ উৎসব উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামী লীগের এ দু পক্ষ একই স্থানে একই কর্মসূচি ঘোষনা করায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে“ জনতা ভবন’’১৪৪ ধারা জারি করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর