এম.সাইদুর রহমান জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।আজ মঙ্গলবার (১৪র মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,সহকারী কমিশানর ভূমি ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আতিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিরাজুল ইসলাম, ডাক্তার সানজিদা, একাডেমিক সুপারভাইজার নুর নবী,বন কর্মকর্তা ফিরোজ আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ কাইয়ূম খান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বাউফল থানার এসএই মনিরুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রুহুল আমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান,ইউপি মেম্বার,শিক্ষক,মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের বিস্তার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।