মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ কুষ্টিয়ায় র্যাবের পৃথক দুইটি অভিযানে মোট ২৪১ বোতল ফেন্সিডেল সহ মোস্তফা (৩২), ও আব্দুল আলিম (৪৫) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে এই দুইটি অভিযান পরিচালনা করা হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
র্যাব সুত্রে জানা যায়, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল(১৩ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন ঢাকা ঝালুপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪ বোতল ফেনসিডিল সহ মোস্তফাকে গ্রেফতার করে।যার আনুমানিক মূল্য তিন লক্ষ আট হাজার টাকা। গ্রেফতারকৃত মোস্তফা কুমারখালী থানা এলাকার চর বানিয়াপাড়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে।
অপরদিকে, একই দিনের রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় মেহেরপুর জেলার গাংনী থানাধীন কাজিপুর গ্রামে র্যাবের আরেকটি অভিযানিক দল একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৭ বোতল ফেনসিডিল সহ আব্দুল আলিমকে গ্রেফতার করেন৷ যার আনুমানিক মূল্য এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা। গ্রেফতারকৃত আব্দুল আলিম মেহেরপুর গাংনী থানা এলাকার কাজিপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় ও কুষ্টিয়া সদর থানায় মাদক আইনে পৃতক দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিদের গাংনী ও কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।