মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ কুষ্টিয়া কুমারখালীতে জামাত জামাত বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐতিহাসিক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় কুমারখালীর বাসস্ট্যান্ড চত্তরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে এই ঐতিহাসিক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক যুব সমাবেশে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ, যুবলীগ,কুমারখালী সহ বিভিন্ন উপজেলার হাজার হাজার যুবলীগ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এম.পি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম স্বপন,কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কুমারখালী থানা যুবলীগের সভাপতি হারুন অর-রশিদ।