মোঃ রবিউল ইসলাম হৃদয় :কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে
দুইটি সিআর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আইনুল ইসলাম(৪২) নামের একজনে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় ঢাকা জেলার টুঙ্গি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী আইনুল ইসলাম(৪২) কুষ্টিয়া জেলার আড়ুয়া পাড়া ১৩ নং আব্দুল জলিল সড়ক এলাকার মূত আব্দুল আজিজ মুন্নার ছেলে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে
এস,আই নজরুল ইসলাম,এ,এস,আই আসাদ,
এ,এস,আই শাহিন আলম,ও কনষ্টেবল শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দুইটি সি,আর সাজার ওয়ারেন্ট তার মধ্যে একটির এক বছরের সাজা জরিমানা-৭৭,০৫০/ টাকা ও আরেকটি এক বছরের সাজা জরিমানা-৫৭,৪০০/ টাকা। এছাড়াও তার বিরুদ্ধে
চারটি নরমাল সি,আর ওয়ারেন্ট মামলার সাজা রয়েছে। চারটির মধ্যে একটির জরিমানা-৭৭,৮৮৮ টাকা। আরেকটির জরিমানা-৪৯,০৩৮ টাকা।অন্যটি জরিমানা-৬৪,৫২১ টাকা। পরবর্তী গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেছে পুলিশ।