কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) পৌরসভার মেয়রের অফিসে এ চুরির ঘটনা জানাজানি হয়। এসময় ক্যামেরা, টাকা, ইলেকট্রনিক ডিভাইস সহ কাগজপত্র চুরি করা হয়েছে।
জানা গেছে, রোববার সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিস রুমের তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে কিছু কাগজপত্র এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারে।
এঘটনায় তিব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এঘটনায় আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম কাজ করছেন।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি করা হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছেন তা জানি না। যারা এঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে ধরতে এবং শনাক্তের সব ধরনের চেষ্টা চালছে।