আজ ২৪/০৪/২০২৩ ইংরেজি তারিখ শুক্রবার বিকাল ৪:৩০ মিনিটে কুষ্টিয়া ছাদ ঢালাই-ইট ভাঙ্গা মালিক সমিতির সকল কর্মজীবির উপস্থিতির মধ্যে দিয়ে কুষ্টিয়া শহর তলি মঙ্গলবাড়ি বাজারের প্রধান কার্যালয় কেক কাটে এই অনুষ্ঠানের আয়োজন শুরু হয়
অনুষ্ঠানের প্রধান অতিথি সুব্রত চক্রবর্তী ( আইনজীবী) তিনি সকল কর্মজীবিদের উদ্দেশ্যে বলেন,আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সমাজের সকল পেশার কর্মজীবী মানুষের একটি করে নিজের কর্মস্থল থাকে তাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখে কাজ কীবেন। কোন ব্যক্তি যদি কর্মজীবীদের উদ্দেশ্যে অসৎ মূলক কাজ করে এবং কর্মে উপযুক্ত পারিশ্রমিক না দেয় তাহলে এই মালিক সমিতির মাধ্যমে তার পতিবাদ করিবেন।
বিশেষ অতিথি মোঃ হাবিবুর রহমান (সোহেল) বক্তব্যে বলেন,আপনারা একা নন আমরা সবাই আছি আপনাদের পাশে। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে রোদ,বৃষ্টি অপেক্ষা না করে নিজের পরিবারকে এক মুঠো অন্ন মুখে তুলে দেওয়ার জন্য এই কর্মকে আকরে ধরেছেন তাই কারো কাছে মাথা নতো করবেন না কারন আপনি চুরি করেন না আপনি নিজে কাজ করে খাচ্ছেন আর কনো কাজ ছটো হয় না। আপনারা সবাই ভালো থাকবেন এই বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
শ্রমিকদের ছাদ ঢালাই-ইট ভাঙ্গা মালিক সমিতির এই অনুষ্ঠানে সবাই মতামত ও তাদের বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোঃ কামরুল ইসলাম সভাপতি,মোঃ বাবু সদার সহ-সভাপতি,মোঃ একরামুল হক,সাধারণ সম্পাদক, মোঃ মাসুদ রানা সহ-সাধারণ সম্পাদক,মোঃ সাইফুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক,মোঃ আবু জাফর,মোঃ শফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ,প্রচার সম্পাদক,মোঃ লালন হোসেন কার্যনির্বাহী সদস্য,মোঃ সাইদুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য সহ স্থানিয় সমাজের সম্মানিত ব্যাক্তিগন।
খাওয়ার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শেষ হয়।