কুষ্টিয়ায় প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে করিম সাইকেল স্টোরের মালিক একলাছ হোসেন বলে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
ব্যবসায়ী হিসাব সহ সাইকেল দেওয়ার কথা বলে এবং ধার হিসেবে অনেকের কাছ থেকে টাকা নিয়ে
১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে আমেরিকাতে পাড়ি জমিয়েছে বলে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে৷
সুত্রে জানা যায়, কুষ্টিয়ার শহরের মজমপুর আগা ইউসুফ মার্কেটের সামনে অবস্থিত করিম সাইকেল স্টোর। কুষ্টিয়া শহর সহ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে সাইকেল বিক্রি করতেন করিম সাইকেল স্টোরের মালিক একলাছ৷ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীক হিসেবে ব্যাপক স্বনামও রয়েছে একলাছের। কিন্তু হঠাৎ করেই তিনি ব্যবসায় টাকা লাগবে বলে তার পরিচিত অনেক ব্যবসায়ী সহ শোভাকাংখীদের নিকট থেকে টাকা নিয়েছেন। অনেককে সাইকেল দেওয়ার কথা বলে, আবার অনেককে তার বাড়ি বিক্রয়ের কথা বলে।
এদিকে বাড়ি, জমি-জায়গাসহ তার সম্পদ আত্মীয়-স্জনের কাছে গোপনে বিক্রি করে পালিয়ে গেছে বলে জানা গেছে। এঘটনায় তার ভাতিজাকে দিয়ে গোপনে বিভিন্ন জায়গায় ভুক্তভোগীদের হুমকি ধামকি সহ নানাভাবে হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানাই, যারা প্রতারিত হয়েছে তারা সবাই একলাছ এর একান্ত লোকজন। এমনকি তার পরিবারের লোকজনেরও মাপ পায়নি।বর্তমানে প্রতারিত হওয়া ভুক্তভোগী লোকজন প্রায়ই তার বাড়ি ও দোকানে গিয়ে ঘুরাঘুরি করছে কিন্তু তাকে খুজে পাচ্ছেনা৷ তিনি গোপনে আমেরিকাতে পালিয়ে গেছে বলে অনেকেই জানিয়েছে৷ তার দোকানের সাটারে রয়েছে তালাদ্ধ। তার সাথে লাল রঙ দিয়ে ক্রস চিন্হ দিয়ে দেউলিয়া বোঝানো হচ্ছে।