শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির সূর্য সন্তান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন বাউফলে গভীর রাতে ক্ষেত থেকে তরমুজ চুরি, নিরাপত্তাহীনতায় চাষিরা পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন। চিরিরবন্দরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-মনোরঞ্জন শীল গোপাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শার্শার বাগআঁচড়া দাঃ আঃ শিক্ষা সদনের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজে ২৬শে মার্চের আলোচনা সভা দূয়া অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় শ্রদ্ধা নিবেদনে গিয়ে শহীদ মিনারে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়। মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

কুষ্টিয়া প্রতিনিধি:একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে গিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শহীদ মিনারে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর)আসনের বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সরোয়ার জাহান বাদশা এমপির সমর্থক ও একই আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরীর সমর্থকদের মধ্যে ফুল দেয়াকে কেন্দ্র করে এঘটনা ঘটে।

সর্বপ্রথম ফুল দেওয়ার জন্য বর্তমান এমপির নাম ঘোষণা করা হয়। এসময় নাম ঘোষণা না করায় সাবেক এমপির সমর্থকরা অনুষ্ঠানের সঞ্চালকের ওপর চড়াও হয়। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তিনি আরও জানান,শহীদ মিনারে ফুল দেওয়া কেন্দ্র করে সিরিয়াল পারমিশন নিয়ে বর্তমান এমপির সমর্থক ও সাবেক এমপির সমর্থকদের মধ্যে একটু হট্টগোলের সৃষ্টি হয়েছিল। এঘটনায় পরে আর তেমন কিছু হয়নি।

এ ব্যাপারে কুষ্টিয়া-১ (দৌলতপুর)আসনের বর্তমান এমপি আ.ক.ম সরোয়ার জাহান বাদশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,তেমন কোনো ঘটনা ঘটেনি। জুনিয়র কিছু ছেলেরা একটু হট্টগোল করেছিল। পরে বিষয়টি সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গেছে।

এ ব্যাপারে কুষ্টিয়া-১ (দৌলতপুর)আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতে আমার প্রায় ১ হাজার কর্মী সমর্থকদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গেলে ফুল দেওয়ার জন্য মাইকে সবার নাম বললেও আমার নাম না বলায় কর্মী সমর্থকরা হট্টগোল করেছিল।

কুষ্টিয়ার সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, শ্রদ্ধা নিবেদনে গিয়ে শহীদ মিনারে হট্টগোল ঘটনাটি দুঃখজনক। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনে আগে পরে নিয়ে প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে আমাদের।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, হট্টগোলের সৃষ্টি হচ্ছিল। পরে বিষয়টি সমাধান হয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর